۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
লেবাননে যুদ্ধ পরিস্থিতি; দেশে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে প্রবাসীরা

হাওজা / লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস আজ বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে।

ই-মেইল- http://evacuation2024@gmail.com -এ পূরণ করা ফরম পাঠানো যাবে।

تبصرہ ارسال

You are replying to: .